ইমরান হক।।
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ১৮৭৮ এর পক্ষ থেকে ৮ জন শ্রমিকদের আর্থিক অনুদান প্রধান করেছেন। তবে এবার মৃত শ্রমিকের বাড়ি গিয়েও অনুূদান প্রধান করেছেন মালিক সমিতি এমনটাই জানালেন সভাপতি।
রবিবার দোপাল্লা এলাকায় মৃত শ্রমিকের বাড়ি গিয়ে জেলা মালিক সমিতি আর্থিক অনুদান প্রধান করেছেন।অ
সকাল ১১ টার সময় মৃত শ্রমিক রুহুল আমিন শেখ, সাং- দোপল্লা,পোঃ ওয়ারুক, উপজেলাঃশাহরাস্তি,জেলা – চাঁদপুর এর পক্ষে ছেলে মোঃ জাকির হোসেনের হাতে ২০০০০ (বিশ হাজার) টাকার চেক তুলে দেন মালিক সমিতির সভাপতি, এতে করে ওই মৃত শ্রমিকের পরিবার কিছুটা হলেও উপকৃত হয়েছেন বলেছেন মৃত শ্রমিকের পরিবার।
এছারাও রবিবার সহ গত কয়েক দিনে আরও ০৭ জন অসুস্হ শ্রমিকদের মাঝে নগত আর্থিক অনুদান প্রধান করেছেন বলে সমিতির সুএে জানা গেছে। তাছাড়া অসুস্থ ৭ জন শ্রমিক সহ মৃত শ্রমিক সহ সর্বমোট ০৮ জন শ্রমিককে অনুদান প্রদান করেন অত্র সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার,সে সময় সাথে উপস্থিত ছিলেন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর ইসলাম সুমন পাটোয়ারী, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন ১৯৩৮ এর সভাপতি মোঃ কামাল হোসেন মজুমদার সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ সিএনজি মালিক ও শ্রমিকগণ।
এদিকে সভাপতি বলেন, আমাদের সমতি সব সময় আহত এবং নিহত সহ অসুস্থ শ্রমিকদের পাশে থেকে আর্থিক অনুদান সহযোগিতা করে আসছে, ঠিক তেমনি করে সিএনজি মালিকদের ও সব সময় সকল বিষয়ে সহযোগিতা করে আসছে, তাছারা আমরা সকল সময় মানুষের কল্যাণে কাজ করে আসছি আগামিতেও থাকবো, বিশেষ করে যাএীদের হারানো মালামাল পেলে আমরা তাহা ফিরিয়ে দেই।
মন্তব্য করার জন্য লগইন করুন!