চাঁদপুর থেকে মো রাব্বি ঢালী
চাঁদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিতচাঁদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ পরিচালক মোঃ মাহবুবুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা নিজেদের ঘরের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে চাই। আমরা চেষ্টা করছি আগে নিজেদের ঘরকে শুদ্ধ করতে দুর্নীতিমুক্ত করতে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা নিজেদের জায়গায় দুর্নীতিমুক্ত হতে হবে। আপনারা কাউকে ঘুষ দিবেন না।
এসময় চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিন, চাঁদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকতা ও সদস্যগন উপস্থিত ছিলেন
মন্তব্য করার জন্য লগইন করুন!