চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে দোকানে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
মেহেদী হাসান জানান, তার বাবাকে হেনস্তার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাকে ঘিরে ফেলে এবং দেশীয় অস্ত্র ও পিস্তল দেখিয়ে মারধর শুরু করে। পরে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নেন, কিন্তু হামলাকারীরা সেই দোকানেও হামলা চালায়।
চাঁদপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক।
চাঁদপুর মতলব (দক্ষিণ) থানার ওসি সালেহ আহম্মেদ জানান, ঘটনার পরপরই নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহানকে আটক করা হয়েছে। বাকি হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি নিয়ে সার্বক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।
এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি তবে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মেহেদী হাসান।
মন্তব্য করার জন্য লগইন করুন!