বরগুনা, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ জলিল হাওলাদারের পরিবারের সাথে গুপ্তধন দেয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় কবিরাজ জসিম উদ্দিনের বিরুদ্ধে।
জলিল হাওলাদারের দাবি, তার মেয়ে ফারজানা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। অনেক ডাক্তার ও কবিরাজ দেখিয়েও কোনো লাভ না হওয়ায়, জামাই হিরনের মাধ্যমে জসিম কবিরাজকে বাড়িতে এনে মেয়ের চিকিৎসা করান। কবিরাজ জানান, ফারজানা স্বপ্নে গুপ্তধন দেখেছেন। মঙ্গলবার সকাল ৯ টায় সেই গুপ্তধন বের হবে।
এই কথা বিশ্বাস করে জলিল কবিরাজকে ৭০ হাজার টাকা দেন।
মঙ্গলবার সকালে, গ্রামের জনসাধারণ ও জলিলের আত্মীয়দের উপস্থিতিতে পাতিল খোলা হলে ভেতরে থেকে পাকিস্তানের ১৯৬৫ সালের ৫ পয়সা এবং ভারতের ১৯৯৪ সালের ১০০ টাকার একটি করে কয়েন পাওয়া যায়।
প্রতারিত হয়ে জলিল হাওলাদার আমতলী থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় কবিরাজ জসিম উদ্দিন পালিয়ে গেছেন।
আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত জানান, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!