সাইফুল ইসলাম , কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলা আইসিটি অফিসের উদ্যোগে সাইবার সিকিউরিটি বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার মিহির মিত্র, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা পরিষদের সিএ তাপস কুমার মন্ডল প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!