কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি' এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে খুলনার কয়রায় ভুমি অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপী ভুমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) বেলা ১১ টায় এ উপলক্ষে কয়রা সদরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও ভুমি অফিসের নাজির মোঃ মোমিনুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকর, উপজেলা
জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা এসএডি অফিসার এস এম মাসুম বিল্লাহ, উপজেলা, ভুমি অফিসের সার্ভেয়ার হাদিছুর রহমান, ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা পঞ্চানন মল্লিক, কাজী রেজাউল ইসলাম, চারু চন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম কাগুতি, মোঃ আবুল হাসানাত প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!