কয়রা (খুলনা)প্রতিনিধি :
সুন্দরবনের পরিবেশ রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা “রূপান্তর"এর আয়োজনে আজ কয়রা আমাদী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে *“পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয়”* শীর্ষক এক বিশেষ কর্মশালা।
মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় এবং ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আমাদী বাজার কমিটির নেতৃবৃন্দ, দোকান মালিক, পরিবেশকর্মী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।
আমাদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে এবং ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য রাসেল আহমেদের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক এ.বি.এম. আব্দুল মালেক, আমাদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস উদ্দীন, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, রূপান্তরের প্রতিনিধি অনুপ রায় এবং ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরাপদ মুন্ডা,সাংবাদিক তরিকুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন,
“প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও হুমকি। বাজার ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব পদক্ষেপ জরুরি।
প্লাস্টিক দূষণ বন্ধ করতে আইন প্রণয়ন যেমন জরুরি, তেমনি সচেতনতা ও ব্যবসায়ী অংশগ্রহণ আরও গুরুত্বপূর্ণ।
আলোচনায় অংশগ্রহণকারীরা বাজারে পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণ, বিকল্প পরিবেশবান্ধব প্যাকেজিং এবং স্থানীয় জনগণকে সচেতন করার বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!