ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি স্পষ্টভাবে বলেন, “প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় দিয়েছেন। এ সময়সীমা এক দিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই।”
শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান আরও জানান, “তাঁরা উপদেষ্টা হিসেবে শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচার — এই তিনটি গুরুদায়িত্ব পালনের লক্ষ্যে কাজ করছেন। কিন্তু দুঃখজনকভাবে, দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার রাস্তায় নানামুখী দাবিতে অবরোধ সৃষ্টি হচ্ছে, যা চলাফেরাকে চরমভাবে ব্যাহত করছে। এভাবে চলতে থাকলে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে।”
তিনি বলেন, “আমরা যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলে এই দায়িত্বে থাকা যৌক্তিক। কিন্তু পারতে না পারলে, ব্যক্তিগতভাবে আমাদের সবারই অনেক কাজ রয়েছে — তখন দায়িত্বে থাকা আর যৌক্তিক হবে না।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দীর্ঘ আলোচনা শেষে আমরা বুঝতে পেরেছি, শুধুমাত্র সময় দিয়ে দায়িত্ব পালন সম্ভব না। প্রতিবন্ধকতা দূর করা, মানুষের সহযোগিতা পাওয়া—এই বিষয়গুলো ছাড়া দায়িত্ব পালন অসম্ভব।”
তিনি নির্বাচন প্রশ্নে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন, “সময় দেওয়া হয়েছে, আর এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো অনুচিত। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি মাসই গুরুত্বপূর্ণ, কিন্তু সময়সীমা স্পষ্ট।”
মন্তব্য করার জন্য লগইন করুন!