সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে উত্তর বেদকাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গঠিত হলো যুব নেতৃত্বে জলবায়ু ফোরাম।
আজ (১৭ জুন) বিকেল ৩ টার সময় উন্নয়ন সংস্থা উত্তরনের এর বাস্তবায়নে এবং হেলভেটাস সুইচ ইন্টার কো-অপারেশন বাংলাদেশ এর সহযোগিতায় “একসেস” ACCESS প্রকল্পের আওতায় ২ নং ওয়ার্ড এসডিএফ অফিসে এ কমিটি গঠিত হয়।
২ নম্বর ওয়ার্ডের SDF অফিসে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আরাফাত হোসেন।
উক্ত জলবায়ু ফোরামের
*সভাপতি নির্বাচিত হন: মোঃ সবুজ
*সাধারণ সম্পাদক নির্বাচিত হন: মোঃ আমিনুর রহমান আকাশ
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন এবং তারা জলবায়ু সহনশীল উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেন।
আয়োজকরা জানান,এই ফোরাম ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
লগইন
উত্তর বেদকাশীতে যুব নেতৃত্বে জলবায়ু ফোরাম গঠন। ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!