কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের বড় হাত কবিলা গ্রামে বড় হাত কবিলা জাফরীয়া আদর্শ আলিম মাদরাসার সুপার মুহা. এরশাদ মৌলভীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
২ সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার ইটনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন এলাকার সাধারণ ছাত্রজনতা ও সুশীল সমাজ।মানববন্ধন থেকে অভিযোগ করা হয় সই জালিয়াতি ও নিয়োগ বানিজ্যের বিচার এবং মাদ্রাসাটার অতীতের নাম ফিরিয়ে বড় হাত কাবিলা আদর্শ আলিম মাদরাসা করা হোক। এবং মাদরাসা সুপার এরশাদ উদ্দিনের পদত্যাগের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন উপযুক্ত তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বড় হাত কবিলা জাফরীয়া আদর্শ আলিম মাদরাসার সুপার মুহা. এরশাদ মৌলভীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে হলে উনি বলেন উনার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পুর্ন মিথ্যা এবং সম্পুর্ন তথ্য প্রমাণ তার কাছে আছে।
বড় হাত কাবিলা এর একজন ছাত্র হুমায়ুন কবির বলেন ২০০৮ সাল থেকে ততকালীন সময়ে শিক্ষা কর্মকর্তার সই জালিয়াতি করে বড় হাত কাবিলা আদর্শ আলিম মাদরাসা থেকে বড় হাত কবিলা জাফরীয়া আদর্শ আলিম মাদরাসা করেন। ততকালীন কর্মকর্তা সই জালিয়াতি সহ বিভিন্ন সময় বিভিন্ন সরকারি দলের চত্রছায়ায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ড করছেন।
এর আগে ২৯ আগষ্ট ২০২৪ রোজ শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এ সময় দফা এক দাবি এক সুপারের পদত্যাগে স্লোগান দিতে থাকেন তারা। পরে তাদের সাথে স্থানীয় ব্যক্তিবর্গরাও অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন ব্যবস্থাপনায় অনিয়ম দূর্নীতি করে আসছেন সুপার এরশাদ।
মন্তব্য করার জন্য লগইন করুন!