মোঃ সাইদুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি।
যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংগঠন "আর্ন এ্যান্ড লিভ" প্রতিবন্ধি মানুষের সেবার পাশাপাশি সমাজে বসবাসরত অসংখ্য দারিদ্র্য জনগোষ্ঠির মাঝেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। "আর্ন এ্যান্ড লিভ" এর অর্থায়নে প্রতিবছর দেশের প্রতিটি জেলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এই বছরও দেশের প্রত্যন্ত অঞ্চলে "আর্ন এ্যান্ড লিভ" এর পক্ষ হতে পৌঁছে যাচ্ছে শীতবস্ত্র।
সেই ধারাবাহিকতায় ৮ই জানুয়ারি, রোজ বুধবার, ২০২৪ খ্রিস্টাব্দ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামে প্রায় দুইশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ও "আর্ন এ্যান্ড লিভ" এর প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক সহযোগিতায় এই কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোড়াই ইউনিয়ন পরিষদ), আব্দুল জলিল (শ্রম বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি), গোলাম মুস্তাফা, শাহ্ আল মাসুদ, "আর্ন এ্যান্ড লিভ" সংগঠনের স্বেচ্ছাসেবকসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, "আর্ন এ্যান্ড লিভ" বিদেশ থেকে যেভাবে এই দেশের মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
মন্তব্য করার জন্য লগইন করুন!