মোঃ রাব্বি ঢালী।। অজ্ঞাত এক মহিলা চাঁদপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাত কারণে ২৪ ঘন্টা অবস্থান করার এক চাঞ্চল্যকর খাবার পাওয়া গিয়েছে। জানা যায় ১০ ই মার্চ রাত ৮:৩০-৯:০০ টা নাগাদ ফরিদগঞ্জ থেকে সিএনজি ভ্রমন করে চাঁদপুর বাস্ট্যান্ডে এসে নামেন।
দশ ই মার্চ রাতে সেহরির সময় এবং সকাল থেকে অনেক মানুষ উনাকে নোটিস করেন, স্বাভাবিক জিজ্ঞাসাবাদ করেন কিন্তু উনি কোন ধরনের উত্তর দিচ্ছিলেন না।
১১ই মার্চ রাত ৮:৩০-৪০ নাগাদ শামীমা নামক জনৈক এক বোন উনাকে ইলিশ চত্ত্বরে দেখে জিজ্ঞাসাবাদ করেন। তখন অনেক ভীড় ছিল সেখানে। মহিলা জানান উনার নাম, "মরিয়ম", উনার স্বামীর নাম "আনাস"... উনার স্বামীকে আসতে বলার জন্য বলেছেন বারবার -
এর বেশি আর কিছুই বলেন নাই।
পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানায় অবগতির পর পুলিশ এসে এবং তল্লাসি করে উনার কাছে কোনো ফোন পাওয়া যায় নাই এবং উনার ভ্যানিটি ব্যাগে ২০৳ পাওয়া গেছে, পাশাপাশি আরবি লেখা তাবিজ টাইপের কাগজ ও একটা ছোট মাটির চাকার মত পাওয়া গিয়েছে।
.
বর্তমানে স্থানীয় জনহিতৈষী কর্তৃক মহিলাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হেফাজতে অর্পন করা হয়েছে।
কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি উনাকে চিনতে পারেন বা ওনার পরিবার-পরিজনের খোঁজ পান তাহলে চাঁদপুর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হইলো।নিউজটা বেশি বেশি শেয়ার দিলে সাধারণত নজরে আসবে বলে মনে করছেন সকলে
মন্তব্য করার জন্য লগইন করুন!