ইমরান হক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ১৮১টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কিছু আসনের বিপরীতে জাসদ মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!