হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সহ অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার। এর আগে অনুষ্ঠানের সভাপতি তার স্বাগত বক্তব্য রাখেন।
গত ৫ আগস্টের পর দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী পরিবারদের উপর বিভিন্ন হুমকি-দুমকি, মানসিক নির্যাতন ও প্রতিমা ভাংচুর করার কথা উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক,অধ্যক্ষ মহাদেব বসাক,অধ্যাপক প্রশান্ত বসাক,পূজা উদযাপন কমিটির সহ সভাপতি খোকন সরকার, হিন্দুনেতা বাবু অনিল চন্দ্র রায় প্রমুখ। সম্প্রীতি সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী সার্বক্ষণিক সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা জানান। জামায়াত নেতারা বলেন জন্মসূত্রে আপনারা এদেশের নাগরিক। ধর্মীয় অনুষ্ঠান পালন করা আপনাদের গণতান্ত্রিক অধিকার।
তাই প্রতিবছরের ন্যায় এবছরও আপনারা আনন্দ উৎসাহের মধ্যদিয়ে পূজা অর্চনা করবেন। আমরা জামায়াতে ইসলামী আপনাদের পাশে আছি। প্রয়োজনে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রতিটি পূজা মন্ডপে আমরা সার্বক্ষণিক পাহাড়া দেবো। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ জামায়াতের এই আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসাথে তাদের সহযোগিতা কামনা করেন। তারা বলেন প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা জাকজমকভাবে পালন করা হবে বলে বক্তব্যে বলেন।
এসময় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে উপজেলার ৫৪ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী ও জামায়াত নেতা মাওলানা আনিসুর রহমান।
মন্তব্য করার জন্য লগইন করুন!