স্টাফ রিপোর্টার - ইমরান হক।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি বলেন, আজকের এই দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীতে এসেছেন। তিনি একজন আপোষহীন নেত্রী। আপনারা জানেন দক্ষ ভাবে তিনি দেশ পরিচালনা করেছেন। তিনি আরো দীর্ঘ সময় দেশ পরিচালনা করতে পারতেন যদি তিনি ভারতের সাথে আপোষ করতেন। কিন্তু তিনি আপোষ করেননি। শুধু তাই নয় তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। এজন্যই আমরা তাকে আপোষীন নেত্রী বলি।
তিনি আরো বলেন, গত ৫ তারিখের পর আমাদের যেসব নেতাদের বিরুদ্ধে কমপ্লেন এসেছে তাদের আর মাফ করা হবে না। এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আন্দোলন সংগ্রামে তাদের যতই ভূমিকা থাকুক না কেন। আগামী দিনের ছাত্রদল স্বেচ্ছাসেবকদল বিএনপিসহ বিভিন্ন কমিটি আসবে সেই কমিটিতে তাদেরকে কোন অবস্থাতেই প্রদান করা যাবে না। কোন অবস্থাতেই দলে চাঁদাবাজ ও মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনূর রশীদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।
মন্তব্য করার জন্য লগইন করুন!