মাসুম পারভেজ।। ১৩ ই আগস্ট বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তব আইনের লক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বিএনপি'র বৈদেশিক সম্পর্ক উপ-কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান চাঁদপুরের বাবুর হাট এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফা বাস্তবায়নের বিষয়গুলো সম্পর্কে অবগত করেন।
লিফলেটে উল্লেখ করা হয়, এটা কোন দলীয় ইশতেহার নয় এটা জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা। ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বাধীনভাবে বাঁচতে পারে সেজন্য আমাদের ৩১ দফার পক্ষে দাঁড়াতে হবে। পরিবর্তন কেউ উপহার দেয় না, আদায় করে নিতে হয়। ৩১ দফা সেই আন্দোলনের দিশা, অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই আমরা লড়বো, আমরা জাগবো।
গণসংযোগ শেষে বাবুরহাটে শহীদ আব্দুর রহমান চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ভাষণ দেন। ভাষণে আজম খান বলেন, ভবিষ্যতে আমরা এমন শাসন চাই, যে শাসন আসলে আমাদেরকে সিএনজি স্ট্যান্ডে চাঁদা দিতে হবে না। আল্লাহ যেন আমাদেরকে চাঁদা থেকে মুক্তি দেয়। আমরা এমন শাসন চাই, যে শাসনে আমাদের সন্তানরা স্কুলে যাবে এবং সুশিক্ষিত হতে পারবে। ভবিষ্যতে এমন নেতা নির্বাচিত হতে পারে যার দ্বারা আমাদের দেশ ও জাতির উপকার হয়।
এসময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!