বরগুনা প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত সূ-চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে বরগুনায় অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা।
বুধবার সকাল সাড়ে ১১টায় বরগুনা জেলা আইনজীবী সমিতি চত্বরে এ অবস্থান কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাড. আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নীর্বাহী কমিটির সদস্য এম নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি অ্যাড. নুরুল আমিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইশতিয়ক জলিল সোহাগ, জেলা আইনজীবী ফোরামের সদস্য জাফর ইকবাল, একিউ ফারক, রঞ্জুআরা শিপু প্রমূখ।
অবস্থান কর্মসূচী পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আহসান হাবিব স্বপন।
মন্তব্য করার জন্য লগইন করুন!