বরগুনা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভক্ত ভাবে আনন্দ মিছিল করেছেন স্থানীয় মনোনয়ন প্রত্যাশীরা।
সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, জাতির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তাৎক্ষণিকভাবে মিছিল ও সমাবেশ হয়েছে।
এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী মো. জাহাঙ্গীর কবির ও পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ অন্যান্য নেতারা অংশ নেন।
এছাড়াও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন মনোনয়ন প্রত্যাশী মো. খলিলুর রহমান। মিছিল শেষে বরগুনা প্রেসক্লাবের সামনে নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!