ফিনল্যান্ড প্রবাসী যুবলীগ নেতা ও আওয়ামী লীগের প্রভাবশালী অর্থদাতা সাজ্জাদুর রহমান মুন্নাকে বিএনপি কর্মী হিসেবে তুলে ধরার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতারা।
শনিবার (২ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. খায়রুল ইসলাম খায়ের ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেবুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি ফিনল্যান্ড প্রবাসী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান মুন্নার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মুন্নার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের মামলা রয়েছে। তবে গ্রেপ্তারের পর কিছু গণমাধ্যম তাকে বিএনপি কর্মী হিসেবে উপস্থাপন করছে, যা একেবারেই ভিত্তিহীন ও দুঃখজনক।
ওয়ার্ড বিএনপি নেতারা দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তাদের সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানা ধরনের হয়রানি চালিয়েছেন মুন্না। আওয়ামী নেতাদের কাছের মানুষ হিসেবে পরিচিত এই নেতা নানাভাবে সরকারপক্ষের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং টাকাসহ বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের গুঞ্জনে মুন্না নাটকীয়ভাবে নিজের পরিচয় পাল্টে বিএনপি কর্মী সাজার চেষ্টা চালাচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও জনগণকে বিভ্রান্ত করার একটি নাটকীয় প্রচেষ্টা।
বিএনপি নেতারা স্পষ্টভাবে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা সাজ্জাদুর রহমান মুন্না এখন নিজের স্বার্থ রক্ষায় বিএনপির পরিচয় নিতে চাইছেন। কিন্তু সিলেট মহানগর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের মিথ্যা প্রচারণা কখনোই সফল হবে না।
মন্তব্য করার জন্য লগইন করুন!