logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - রাজনীতি- ফরিদগঞ্জ আসন আওয়ামী লীগ চায় ধরে রাখতে নির্বাচনে এলে বিএনপি পুনরূদ্ধার!

ফরিদগঞ্জ আসন আওয়ামী লীগ চায় ধরে রাখতে নির্বাচনে এলে বিএনপি পুনরূদ্ধার!

সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী এলাকায় ভোটারদের মন জয় করতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

ফরিদগঞ্জ আসন আওয়ামী লীগ চায় ধরে রাখতে নির্বাচনে এলে বিএনপি পুনরূদ্ধার!

আমান উল্যা আমান :-
চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ১টি গুরুত্বপূর্ণ আসন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)। আসনটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা বলে জেলায় পরিচিত। এ আসনটিতে ভোটার সংখ্যাও বেশি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্রমশ জমে উঠছে নির্বাচনী হাওয়া।
সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী এলাকায় ভোটারদের মন জয় করতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রায় ২ ডজন মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চাইছে আগামী নির্বাচনেও এ আসনটিতে বিজয়ের ধারা অব্যাহত রাখতে। অন্যদিকে যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে তাদেরও টার্গেট থাকবে বলেও জানায় এ আসনটি পূনরায় দখলে নিতে।
১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ আসন গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৭৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮০২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৬৬ জন।
দেশ স্বাধীনের পর থেকে এ আসনটি বেশিরভাগ সময় বিএনপির দখলে থাকলেও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার মধ্যদিয়ে আসনটি হাতছাড়া হয়ে আ’লীগের দখলে চলে যায়। বিএনপি আওয়ামীলীগ নেতাদের মতামত ব্যক্তিগত মূলত এ আসনটিতে বিএনপির বড় অঙ্কের ভোট ব্যাংক। কিন্তু সময়ের ব্যবধানে এ আসনটিতে অনেক পরিবর্তন এসেছে। বিএনপির দুর্গে হানা দিয়ে এখন আসনটিতে আওয়ামী লীগ শক্ত অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
নির্বাচনের এখনো কিছু সময় বাকি থাকলেও আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা ভোটারদের কাছে গিয়ে তাদের মন জয় করতে মাঠে নেমেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার বিজয়ের ধারা ধরে রাখতে চায় আওয়ামী লীগ।
বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তারাও চাইবেন ১ দশক ধরে হাতছাড়া হয়ে থাকা এই আসনটি তাদের দখলে নিতে। আগামী নির্বাচনে দুই দলের মনোনীত প্রার্থীর গ্রহণযোগ্যতার উপরই নির্ভর করবে এ আসনটি কে বা কারা জয়লাভ করতে পারে তা নিয়ে চলছে নানান আলোচনা।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া সংসদ সদস্য নির্বাচিত হন বিনাপ্রতিদ্বন্ধিতায়। পরবর্তীতে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় প্রেসক্লাবের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন হারুন-অর রশিদকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আগামী নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী।
এ আসনটি নৌকার জয় জয়কার হলেও আসনটি মূলত বিএনপির একটি শক্ত অবস্থান রয়েই গেছে। বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে জানা গেছে। তবে এ আসনটিতে ক্ষমতাসীন দলের মধ্যে দ্বন্ধ, ভেদাভেদ ও দলীয় কোন্দল রয়েছে। মূলত, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মধ্যে সংঘাতের ঘটনা ঘটে।
আগামী সংসদ নির্বাচনের পূর্বে দলীয় কোন্দলের অবসান না হলে নৌকার জয় নিশ্চিত করা কষ্টসাধ্য হয়ে পড়বে বলেই মনে করছেন স্থানীয় সচেতন নেতাকর্মীরা। আর আওয়ামী লীগের এই কোন্দলকে পুঁজি করে বিএনপি তথা জোটগত প্রার্থী সুযোগ কাজে লাগিয়ে ফেলতে পারেন বলে সচেতনমহল ও সরকার দলীয় নেতা কর্মীরা মনে করেন।
এদিকে বিএনপিতেও গ্রুপিং বিরাজমান রয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা  বলেন, আমাদের এক দফা আন্দোলন চলছে, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু হলে আমরা নির্বাচনে যাব। অন্যথায় আমরা নির্বাচন অংশগ্রহণ করাতো দূরে থাক ফ্যাসিস্ট ও গণতন্ত্রহীন আওয়ামী সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে নেই।
এ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ কৃত চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর কন্যা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেত্রী এডভোকেট নাজমুন নাহার অনি, বিশিষ্ট শিল্পপতি কাতারস্থ আ’লীগের সহ-সভাপতি সিআইপি জালাল আহাম্মেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ডাক্তার মোস্তফা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ হারিস হাসান সাগর।
অপরদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির ১ নং সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুন- অর রশিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী, সাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কাজী রফিক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিস সহকারি জেড এম রিয়াজ উদ্দিন নসু, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র নেতা নাজিমুর রহমান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতা ফেরদৌস পাটওয়ারী, যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা এসএম মিজানুর রহমান, সহকারি  জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক নেতা অ্যাডভোকেট আব্বাছ উদ্দীন ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ। 
এছাড়া ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আল্লামা মকবুল হোসাইন।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা বর্তমানে আমেরিকা প্রবাসী সাজ্জাদ রশিদ সুমন ও মাইনুল ইসলাম মানু’র নাম শোনা যাচ্ছে।
এছাড়াও রয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মনোনয়ন প্রত্যাশী বাসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান ও বাসদ নেতা কমরেড আলমগীর হোস

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

ফরিদগঞ্জ আসন আওয়ামী লীগ চায় ধরে রাখতে নির্বাচনে এলে বিএনপি পুনরূদ্ধার!

সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী এলাকায় ভোটারদের মন জয় করতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

আমান উল্যা আমান :-
চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ১টি গুরুত্বপূর্ণ আসন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)। আসনটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা বলে জেলায় পরিচিত। এ আসনটিতে ভোটার সংখ্যাও বেশি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্রমশ জমে উঠছে নির্বাচনী হাওয়া।
সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী এলাকায় ভোটারদের মন জয় করতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগ ও বিএনপির প্রায় ২ ডজন মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চাইছে আগামী নির্বাচনেও এ আসনটিতে বিজয়ের ধারা অব্যাহত রাখতে। অন্যদিকে যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে তাদেরও টার্গেট থাকবে বলেও জানায় এ আসনটি পূনরায় দখলে নিতে।
১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ আসন গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৭৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮০২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৬৬ জন।
দেশ স্বাধীনের পর থেকে এ আসনটি বেশিরভাগ সময় বিএনপির দখলে থাকলেও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার মধ্যদিয়ে আসনটি হাতছাড়া হয়ে আ’লীগের দখলে চলে