রুহুল আমিন, ব্যুরো চিফ কিশোরগঞ্জ।।
বাংলাদেশ আ'লীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় তাড়াইল সদর বাজার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাইনুজ্জামান নবাব, সাংগঠনিক সম্পাদক ও রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া প্রমূখ।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বিগত ১৫ বছর বাংলাদেশ আ'লীগ মনোনীত নৌকার কোনো প্রার্থী না থাকায় জাতীয় পার্টির এমপি এবং তাদের সমর্থকদের দ্বারায় আমরা কোনঠাসা হয়ে পড়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র কাছে আমাদের বিনীত অনুরোধ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে যেন নৌকার প্রার্থী দেয়া হয়। কারণ তাড়াইল-করিমগঞ্জের মাঠি, নৌকার ঘাটি। বক্তারা আরো বলেন, স্মার্ট ও আধুনিক তাড়াইল-করিমগঞ্জ গড়ার প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সবার প্রিয় মুখ,
কারা নির্যাতিত নেতা, চল্লিশ বছরের অধিক সময়কাল ধরে বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি পদে আসীন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার ইতিমধ্যে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দুই উপজেলার সর্বস্তরের জনগণ আজিজুল হক ভুঁইয়া মোতাহারকে সংসদ সদস্য পদে দেখতে চায়।
বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে ভোটের বাকি আরও দেড় মাস। ইতিমধ্যে আমি মনোনয়নপত্র কিনেছি। আমি জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। তিনি আরো বলেন, তাড়াইল-করিমগঞ্জ আসনে আমরা আর লাঙ্গল চাই না। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর নৌকা প্রতীক চেয়ে আমরা আবেদন করেছি।আশাবাদী আমাদের এ চাওয়া বাস্তবে রূপ নিবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!