মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের মনোনয়ন পেলেন মো. ওমর ফারুক। তিনি কেন্দ্রীয় মৎস্যজীবি পার্টির সাংগঠনিক সম্পাদক ও শাহরাস্তি উপজেলার বাসিন্দা। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি তাঁর নাম ঘোষণা করে।
এ দিন জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে চাঁদপুরের নির্বাচন ৫টি আসনসহ ২৮৯টি আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু। ৩০০ আসনের মধ্যে বাকি ১১টি আসনে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতীকের চাঁদপুরের বাকি চারটি আসনের প্রার্থীরা হলেন, চাঁদপুর- ১ (কচুয়া) একে.এস.এম শহীদুল ইসলাম, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) মো. এমরান হোসেন মিয়া, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) এ্যাড. মহসিন খাঁন ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সাজ্জাদ রশিদ।
মন্তব্য করার জন্য লগইন করুন!