ইমরান হক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) নির্বাচনী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি
শনিবার (১৮ নভেম্বর) ডা. দিপু মনি দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাতীয় সংসদের ২৬২, চাঁদপুর ৩ (সদর ও হাইমচর) আসনটিতে ২০০৮ সাল থেকে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য রয়েছেন ডা. দীপু মনি। এর আগে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল।
মন্তব্য করার জন্য লগইন করুন!