স্টাফ রিপোর্টার - ইমরান হক।।
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে দলের সদস্য নবায়ন ফরম তুলে দেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, চাঁদপুর বিএনপির দুর্গ। এখানে কোনো অবস্থাতেই আ.লীগের কাউকে ফরম দেয়া যাবে না। যিনি দেবেন তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এমনকি বিগত দিনে যারা আমাদের নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে, ওই মামলায় যারা সাক্ষী হয়েছে তাদেরকেও সদস্য করা যাবে না।
শনিবার (২৪ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির শুভউদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি মনে করি ফরম বিতরণে চাঁদপুর প্রথম হবে। কারণ, চাঁদপুর বিএনপির দুর্গ। আগামী দিনে আপনাদের সতর্ক থাকতে হবে। যাতে বিতর্কিত কেউ দলে প্রবেশ করতে না পারে। যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে ছিলেন তারাই যেনো আগামীদিনে মূল্যায়ন পায়।
তবে যারা বিগত দিনে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যারা বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে গিয়েছে তাদের বিষয়গুলো আপনারা চিন্তা-ভাবনা করে বিবেচনা করতে পারেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ইউনুস সাহেব একটি কিংস পার্টি গঠন করেছেন কিছু শিশুসুলভ ছেলেকে দিয়ে। জুলাই আন্দোলনে আমাদের কর্মীরাও জীবন দিয়েছে। শুধু কি ছাত্ররা জীবন দিয়েছে? টোটাল আন্দোলনটি তারেক রহমানের নির্দেশেই পরিচালিত হয়েছে। যদি তারেক রহমান আন্দোলনে নেতৃত্ব না দিতেন, তাহলে ৫ আগস্ট হাসিনার পতন হতো না। আমাদের ইশরাককে কোর্টের রায়ের পরও শপথ পড়তে দেয়া হয়নি।
ফলে আমাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে।
তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান যা যা বলেছেন ঠিক তা তা বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, সদস্য ড. জালাল উদ্দিন আহমেদ ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির প্রবীণ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, শেখ আব্দুর রশিদ ও আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. সরদার শামীম আহমেদ, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, শরীফ মো. ইউনুছ, ডি.এম শাহজাহান, হুমায়ুন কবির প্রধানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, হাজী মো. মোশারফ হোসাইন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, মাজহারুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের নেত্রী অ্যাড. মনিরা চৌধুরী, অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, অ্যাড. কুহিনুর বেগম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, যুগ্ম আহ্বায়ক সামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।
উল্লেখ্য, এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্ব চাঁদপুর জেলা বিএনপির নতুন কার্যালয়ে।
মন্তব্য করার জন্য লগইন করুন!