আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান ও গণআন্দোলনে নিহতদের স্মরণে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভার আয়োজন করবে বিএনপি। এই সভা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে। এ সভায় ছাত্র-জনতার অভ্যুত্থানে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশটি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যেকোনো একটি স্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাহিদ হোসেন।
এছাড়াও, বিভাগীয় পর্যায়ে একই দিনে 'গণতন্ত্রের র্যালি' আয়োজন করবে বিএনপি, যা ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
মন্তব্য করার জন্য লগইন করুন!