বিএনপির কেন্দ্র ঘোষিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে চাঁদপুরে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
৩ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুর জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ড্যাবের এ রক্তদান কর্মসূচি পালন করা হয়।
রক্তদান কর্মসূচীতে (ড্যাব) ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও
২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট সেলিম উল্লাহ সেলিম।তিনি তার বক্তব্য বলেন, জুলাই আগস্ট কে ধারণ করে আমরা নিহত এবং আহতদের স্মরণ করতে চাই, তাদের আত্মত্যাগের প্রতি আমরা সম্মান জানাতে চাই, তাদের অবদান যেন বাঙালি জাতি ভুলে না যায় সেজন্য প্রতিবছর আমরা এই সময়কে স্মরণ করার জন্য দিবস হিসেবে পালন করতে চাই। তিনি হুঁশিয়ার করে বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, যারা বর্তমান দেশের দায়িত্বে আছেন তাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে, কিন্তু নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না, তাই সময় থাকতে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধির হাতে ন্যাস্ত করুন এবং আপনারা স্ব-সম্মানে থাকার ব্যবস্থা করুন। জনগণ আপনাদের কাছে ঋণি হয়ে থাকবে। কিন্তু তার ব্যতিক্রম হলে কোন ভাবেই মেনে নেয়া হবে না।

এছাড়া রক্তদান কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর সহকারি পরিচালক
ডঃ আশরাফ আহমেদ চৌধুরী।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমীন খান আকাশ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলতা অর্জন করে।
এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ডক্টর আব্দুল আজিজ মিয়া, সিনিয়র কনসালট্যান্ট শিশু বিভাগ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর।
এছাড়াও রক্তদান কর্মসূচী অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ডাক্তার নুর আলম মজুমদার, কনসালট্যান্ট সার্জারি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুর।
ডঃ হারুনুর রশিদ ভাইস প্রিন্সিপাল চাঁদপুর মেডিকেল কলেজ।
আরো বক্তব্য রেখেছেন, ডক্টর মীর মুত্তাকিন হায়দার রুমি, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুর।
দলীয় নেতৃবৃন্দ রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্ভোদন করেন, হাবীব মুন্সী, সদস্য, সদর থানা যুবদল, চাঁদপুর। এদিন প্রায় ১০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানের বক্তব্য দেন ড্যাবের চাঁদপুর জেলা সভাপতি ডঃ মুহাম্মদ মোবারক হোসেন চৌধুরী।
রক্তদানের এ কর্মসূচীতে উল্ল্যেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন,
জেলা বিএনপি মহিলা দলের প্রতিনিধি কুহিনূর রশিদ (পিপি জেলা জজ কোর্ট, চাঁদপুর)।
মনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক,
জেলা বিএনপি, চাঁদপুর।
শরীফ উদ্দিন পলাশ, প্রচার সম্পাদক, জেলা বিএনপি, চাঁদপুর।
জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং ওয়ার্ড সভাপতি স্বপণ পাটওয়ারী।
এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। ডাক্তার পারভেজ রেজা কাকন, ডক্টর নজরুল ইসলাম, ডাক্তার শাহ মোহাম্মদ আনোয়ারুল মিয়া সহ আরো অনেকে।
মন্তব্য করার জন্য লগইন করুন!