আবু রাসেল সুমন, ব্যাুরো প্রধান: খাগড়াছড়ি।।
জুলাই আন্দোলনে যোদ্ধাদের স্মরনে জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের উদ্যােগে জেলা অফিসার্স ক্লাবে এর আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা।
উদ্বোধনী সভায় তিনি বলেন,ছাত্রদের সাহসী পদক্ষেপ ও অগ্রনীভূমিকায় আজকে আমরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা কামনা করছি।
পাশাপাশি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসাধারণ যে সেবা টুকু পাচ্ছে তার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পরে অতিথিরা মেডিকেল ক্যাম্পের স্টলগুলো পরিদর্শন করেন শেষে জেলায় জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, স্বাস্থ্যসেবায় নিয়োজিত সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার। খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!