জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান ফারজী বলেছেন, আজ যারা উন্নয়ন উন্নয়ন বলে মুখে ফেনা তোলেন তাদের একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে উন্নয়নের সূচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ। তার হাত ধরেই এদেশে উন্নয়ন শুরু হয়েছে। তার শাসনামলে এদেশে যে সকল স্থাপনা হয়েছে তা আজও বিদ্যমান। কিন্তু তার সে উন্নয়নের কথা আজ সবাই ভুলতে বসেছে।
তিনি আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ভোলা শহরের বেবিল্যান্ড পার্কের হলরুমে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মিজানুর রহমান ফারজী বলেন, “আজকে যে মহাসড়ক দেখতে পাচ্ছেন এগুলোর জমি হুসেইন মুহম্মদ এরশাদের আমলেই অধিগ্রহণ করা হয়েছে। যার ফলেই আজ এতো বিশাল সড়ক করা সম্ভব হয়েছে। তার শাসনামলে এদেশে রাজনৈতিক হত্যা, খুন, গুমের মতো কোনো ঘটনা ঘটেনি।
তারপরও একটি পক্ষ নির্বাচন এলেই তাকে স্বৈরশাসক বলে আখ্যা দেয়। যারা এ কথা বলে তারা কি? অথচ বর্তমানে আমরা প্রতিদিন অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ডসহ খুন, গুমের মতো ঘটনা দেখতে পাই। হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তার আদর্শ নিয়েই আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটি এগিয়ে যাচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!