আগস্ট মাস জুড়ে একটা দগদগে ক্ষত বাংলাদেশের বুকে লেগে আছে। এই আগস্ট মাসে সপরিবারে নিহত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই আগস্ট শুধুমাত্র শোকের মাস নয়, এটা জাতিসত্তার উপর ষড়যন্ত্রেরও মাস। কারণ - একটি বিশেষ শ্রেণীর মানুষ আগস্ট আসলেই ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা ১৫ আগস্টের মতো আরও একটি রক্তের বন্যা চায়, যাতে বাংলাদেশের জাতিসত্ত্বা চিরতরে বিলীন হয়ে যায়।
বাঙালী জাতিসত্ত্বা ধ্বংসের আরও একটা অপতৎপরতা লক্ষ্য করা গিয়েছিলো এই আগস্ট মাসেই। ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা করা হয়েছিলো - এবং যথারীতি এই হামলাও হয়েছিলো তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে।
আগস্ট মাস আসলে পুরনো শকুন জাতীয় পতাকা খামচে ধরার চেষ্টা করে। তাই আমাদের সকলের সতর্ক থাকতে হবে এবং সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে - ষড়যন্ত্রকারীরা রক্তের নেশায় বুদ হয়ে আছে; তাদের কোন অপচেষ্টা যেন সফল না হয়।
বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। মনে রাখতে হবে - ষড়যন্ত্রকারীদের কাছে শেখ হাসিনার পরাজয় হলে বাঙালী জাতিসত্ত্বা ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!