মহসিন হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬নভেম্বর (বুধবার)বিকেলে চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এটি এম মাসুম বলেন, দেশে ইসলামী আদর্শ বাস্তবায়ন করা গেলে এ দেশে জাস্টিস প্রতিষ্ঠিত হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আগস্ট বিপ্লবের শহীদরা জাতীয় বীর। দেশ ও জাতির জন্য তাদের এই আত্মত্যাগের কথা কোনভাবেই মুছে ফেলা যাবে না। তাই রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য যথাযথ সম্মানের ব্যবস্থা করতে হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে তাদের অবদান ও বীরত্বগাঁথা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার জন্য এর কোন বিকল্প নেই। তাদের পরিবারকেও করতে হবে যথাযথা মূল্যায়ন। সকল ক্ষেত্রেই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে তারা আগামী দিনে দেশ ও জাতির জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য লিয়াকত আলী ভুইয়া।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী। পরে শপথ গ্রহন করেন নতুন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল এর পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন অধ্যাপক সোহাইল আহমেদ চিশতী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, অধ্যাপক আবুল হোসাইন, শহর আমীর অ্যাড শাহজাহান খান, সদর আমীর নাছির উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি ফারুক হোসেন, জেলা সভাপতি মোহররম আলী।
অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করেন হিলশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পী বৃন্দগণ।
মন্তব্য করার জন্য লগইন করুন!