ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি এবার জানালেন জীবনের অজানা এক গল্প। শৈশবে নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে দেখেই ভয়ে-লজ্জায় পালিয়ে গিয়েছিলেন তিনি।
ব্যক্তিজীবন ও খোলামেলা স্বভাবের কারণে সবসময় আলোচনায় থাকেন পরীমণি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে উঠে আসে তার জীবনের কিছু অজানা ঘটনা।
পরী জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য ভর্তি হয়েছিলেন একটি স্কুলে। সেখানেই প্রথমবার কাছ থেকে দেখেন খ্যাতিমান নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে-লজ্জায় ক্লাস ছেড়ে পালিয়ে যান এবং আর ফিরে যাননি।
প্রায় ১০০ মিনিটের দীর্ঘ এ অনুষ্ঠানে নায়িকা শেয়ার করেন ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা। জানান, আগে সিদ্ধান্ত নিতেন না ভেবে, তবে এখন অনেক বেশি চিন্তাভাবনা করে কাজ করেন। সন্তান পুন্য ও প্রিয়মের কারণেই তার জীবনে এসেছে এই পরিবর্তন।
সঞ্চয়ের অভ্যাস আগে না থাকলেও এখন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি নিয়মিত সঞ্চয় করছেন বলে উল্লেখ করেন।
হাস্যরসাত্মক ভঙ্গিতে পরীমণি আরও বলেন, ‘আমি এখন পূণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের যত্ন নিতে চাই।’
মন্তব্য করার জন্য লগইন করুন!