ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি এবার ভক্তদের সামনে নতুন রূপে হাজির হয়েছেন। বুধবার (১ অক্টোবর) দুই সন্তানকে টিকা দিতে গিয়ে বোরকা পরে ধরা দেন তিনি।
সবসময় আলোচনায় থাকা পরীমনি কখনো সিনেমার খবর, আবার কখনো ব্যক্তিজীবনের মুহূর্ত শেয়ার করে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সন্তানদের সঙ্গে টিকা নিতে হাসপাতালে যাওয়ার ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে বের হয়েছেন পরীমনি। গাড়িতে বসে সন্তানদের সঙ্গে আলাপচারিতা আর হাসপাতালের ভেতরে টিকা দেওয়ার দৃশ্যও সেখানে ধরা পড়ে।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কী করে।’
প্রকাশের পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে অনলাইনে। ভক্তরা পরীমনির নতুন লুকে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, বোরকাতে খুব সুন্দর লাগছে।’ আবার কেউ লিখেছেন, ‘হিজাব-নিকাবে আরও বেশি সুন্দর লাগছে।’
শুধু সন্তানদের টিকা দেওয়ার মুহূর্ত নয়, মায়ের এই নতুন উপস্থাপনাও ভক্তদের মন কেড়েছে মুহূর্তেই।
মন্তব্য করার জন্য লগইন করুন!