“ব্যাচেলর পয়েন্ট” নাটকের জনপ্রিয় অভিনেতা পাভেল, যাকে দর্শক “বজরা বাজারের জাকির” নামে চেনেন, হঠাৎ ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মঙ্গলবার দুপুরে পাভেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তাকে পুলিশ ঘিরে রেখেছে। ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন, "গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু।" এর পরপরই ভক্তদের মাঝে কৌতূহল আর গুঞ্জনের ঝড় ওঠে, পাভেল কি গ্রেপ্তার হয়েছেন?
তবে অনেকেই অনুমান করছেন, এটি নিছকই মজার পোস্ট। পাভেল তার এই ধরনের রসিকতার জন্য বরাবরই পরিচিত।
২০১৫-১৬ সালে “মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯”-এর মঞ্চে পশ্চিমবঙ্গের দর্শকের সামনে আসেন সাইদুর রহমান পাভেল। ফেসবুক ভোটে প্রথম স্থান দখল করলেও, চূড়ান্ত রায়ে তিনি দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। দেশে ফিরে টেলিভিশনে বিভিন্ন নাটকে অভিনয় করলেও তেমন পরিচিতি পাননি।
চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে পাভেল বলেন, মীরাক্কেল থেকে ফিরে কাজ করলেও সেগুলো তেমন জনপ্রিয় হয়নি। পরবর্তীতে আশফাকুর রহমান রবিনের রেফারেন্সে কাজল আরেফিন অমির কাছে কাজের সুযোগ পান। “ব্যাচেলর পয়েন্ট” নাটকে বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান।
পাভেলের ভাষায়, “ব্যাচেলর পয়েন্ট না হলে আমি আজ এই পরিচিতি পেতাম না। অনেক নাটকে অভিনয় করেছি, কিন্তু গ্রহণযোগ্যতা এনে দিয়েছে বজরা বাজারের জাকির চরিত্রটি।”
মন্তব্য করার জন্য লগইন করুন!