নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা মানুষের মর্যাদা ও সম্মানের প্রতীক। ইসলাম মানুষের জন্য সেই পথই নির্দেশ করেছে, যেখানে মুখাপেক্ষিতা নয়, স্বহস্তে উপার্জনের মাধ্যমে মাথা উঁচু করে বাঁচা যায়।
বিস্তারিত:
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম আকৃতিতে। কুরআনের বাণীতে এসেছে, ‘আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে।’ (সুরা তীন, আয়াত: ৪) আবার তিনি বলেন, ‘আমি বনি আদমকে সম্মানিত করেছি।’
(সুরা বনি ইসরাইল, আয়াত: ৭০)।
মানুষের এই সম্মান টিকে থাকে নিজের পরিশ্রম ও আত্মনির্ভরতার মধ্যে। ইসলাম শিক্ষা দেয়, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। তাই ভিক্ষাবৃত্তি নয়, নিজের শ্রমেই জীবিকা নির্বাহ করতে উৎসাহ দিয়েছে ইসলাম।
হজরত সাহল ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের মর্যাদা তাহাজ্জুদের মাধ্যমে এবং তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে নিহিত।’
আরেক হাদিসে নবী করিম (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে কেউ রশি হাতে পাহাড়ে গিয়ে কাঠ কেটে এনে বিক্রি করলে, তা অন্যের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে উত্তম।’ (সহিহ বুখারি, হাদিস: ১৪৭১)।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘যখন কিছু চাইবে, আল্লাহর কাছেই চাইবে; যখন সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর কাছেই করবে।’
(তিরমিজি, হাদিস: ২৫১৬)।
কিন্তু আজকের সমাজে হাত পাতার প্রবণতা বেড়ে গেছে। অনেক সক্ষম মানুষও অন্যের উপর নির্ভর করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ আল্লাহ বলেন, ‘নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (রুজি-রোজগার) সন্ধান করো।’ (সুরা জুমুআ, আয়াত: ১০)।
রাসুলুল্লাহ (সা.) ব্যবসার মাধ্যমে উপার্জন করেছেন। তাঁর বয়স যখন পঁচিশের কাছাকাছি, তখন কুরাইশের অন্য যুবকদের মতো তাঁকেও ব্যবসায় মনোযোগ দিতে হয়। রাসুলুল্লাহকে (সা.) প্রশ্ন করা হয়েছিল, কোন ধরনের উপার্জন উত্তম ও শ্রেষ্ঠ? প্রত্যুত্তরে তিনি বলেছেন, ‘মানুষের নিজ হাতে করা কাজ এবং সৎ ব্যবসা।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১৭,২৬৫; মুসনাদে বাযযার, হাদিস: ৭৮৪)
হজরত দাউদ (আ.) নিজ হাতে উপার্জন করতেন, যাকারিয়া (আ.) ছিলেন কাঠমিস্ত্রি, আর মুসা (আ.) ছিলেন রাখাল। সাহাবিরাও ছিলেন কর্মঠ—মুহাজিররা ব্যবসায়ী, আনসাররা কৃষক। এমনকি বাদশাহ আওরঙ্গজেব পর্যন্ত নিজের হাতে টুপি সেলাই ও কুরআন লিখে জীবিকা নির্বাহ করতেন।
এই উদাহরণগুলো প্রমাণ করে—স্বহস্তে উপার্জন শুধু জীবিকার উপায় নয়, বরং তা আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা ঈমানদার পেশাজীবী বান্দাকে ভালোবাসেন।’
সমাজের উন্নতির জন্য দরকার আত্মনির্ভরতা ও পরিশ্রম। তাই আসুন, সবাই মিলে হালাল উপার্জনের পথে এগিয়ে যাই, বেকারত্ব দূর করি এবং সমাজকে দানে সমৃদ্ধ করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।
মন্তব্য করার জন্য লগইন করুন!