জিন আল্লাহ তাআলার সৃষ্টি। মানুষের মতো তাদের মধ্যেও সৎ–অসৎ উভয় শ্রেণি রয়েছে। তারা যেমন ইবাদত করে জান্নাত অর্জন করতে পারে, তেমনই অবাধ্য হলে জাহান্নামে যাবে। মানুষের মতোই জিনও মাঝে মাঝে মানুষের ক্ষতি করার সামর্থ্য রাখে। তবে কুরআন–হাদিসে দোয়া ও আমল রয়েছে, যা পাঠ করলে জিন–শয়তানের আছর ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা যায়।
জিনের ক্ষতি থেকে বাঁচার দোয়া
১. আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা
রাসুলুল্লাহ (সা.) দোয়া শিক্ষা দিয়েছেন—
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ، مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ
উচ্চারণ: আউজুবিল্লাহি মিনাশ শাইত্বানির রজিম; মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফছিহি।
অর্থ: আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, তার কুমন্ত্রণা ও ফুৎকার থেকে আশ্রয় প্রার্থনা করছি।
২. বাড়িতে প্রবেশের সময় দোয়া
হাদিসে এসেছে—
إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ، فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ، قالَ الشَّيْطَانُ: لا مَبِيتَ لَكُمْ، وَلَا عَشَاءَ
অর্থ: যখন কেউ ঘরে প্রবেশের সময় এবং খাবারের সময়ে আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে—“তোমাদের থাকার কোনো জায়গা নেই, তোমাদের খাবারও নেই।” (মুসলিম)
৩. রাতে করণীয় কিছু আমল
রাসুলুল্লাহ (সা.) বলেন—
غَطُّوا الإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْبَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَحُلُّ سِقَاءً وَلاَ يَفْتَحُ بَابًا وَلاَ يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلاَّ أَنْ يَعْرُضَ عَلَى إِنَائِهِ عُودًا وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ
অর্থ: রাতে পাত্র ঢেকে রাখা, পানি রাখার মশকের মুখ বাঁধা, দরজা বন্ধ করে দেওয়া এবং আলো নিভিয়ে রাখা উচিত। কারণ শয়তান দরজা খুলতে পারে না, পাত্র উন্মুক্ত করতে পারে না। অন্তত একটি কাঠি দিয়েও মুখ ঢেকে রেখে ‘বিসমিল্লাহ’ বলা উত্তম। এভাবে ইঁদুরের কারণে আগুন লাগার আশঙ্কাও কমে যায়। (মুসলিম)
সুতরাং রাতে—
পাত্র ঢেকে রাখা
মুখ খোলা পাত্র–মশক বন্ধ করা
দরজা বন্ধ করা
‘বিসমিল্লাহ’ বলা
আলো নিভিয়ে ঘুমানো
এসব সুন্নত আমলে শয়তান ও জিনের ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া যায়।
৪. সকাল–সন্ধ্যার দোয়া পড়া
দৈনিক সকাল–সন্ধ্যার আজকার পাঠ করলে জিন ও শয়তানের আঘাত থেকে আল্লাহর বিশেষ হেফাজত নেমে আসে।
৫. ঘরে সুরা বাকারা তিলাওয়াত
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“যে ঘরে সুরা বাকারা পড়া হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়।” (মুসলিম)
বাড়িতে নফল নামাজ পড়া।
সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পড়া
লগইন
দুষ্ট জিনের আছর থেকে বাঁচার দোয়া ও করণীয় | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!