বারবার ভূমিকম্প কি কিয়ামতের আলামত?
বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প দেখা দেওয়ায় অনেকের মনে প্রশ্ন—এটি কি কিয়ামতের আলামত? কোরআন–হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে ভূমিকম্প বাড়বে এবং তা হবে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা।
জমিনের অভ্যন্তরে শক্তিশালী কম্পন তরঙ্গের সৃষ্টি হলে যে স্পন্দন ঘটে তাকে ভূমিকম্প বলা হয়।
আল্লাহ তাআলা বলেন,
“আমি ভয় দেখানোর জন্যই নিদর্শনসমূহ পাঠাই।” (সুরা ইসরা, ৫৯)
কিয়ামতের আলামত হিসেবে ভূমিকম্প
হজরত আবু হুরায়রা (রা.) বলেন, নবী মুহাম্মদ (সা.) বলেছেন—
“কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ না ইলম তুলে নেওয়া হবে, ভূমিকম্প বাড়বে, সময় দ্রুত ফুরিয়ে যাবে, ফিতনা ছড়িয়ে পড়বে এবং খুনাখুনি বৃদ্ধি পাবে।”
(বুখারি, হাদিস ৯৭৯)
আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন—
“এ উম্মত ভূমিকম্প, বিকৃতি ও পাথরবর্ষণের সম্মুখীন হবে… যখন গায়িকা, বাদ্যযন্ত্রের প্রচলন ও মদপানের সয়লাব দেখা দেবে।”
(তিরমিজি, হাদিস ২২১২)
কোরআনে ভূমিকম্পের ভয়াবহতা
আল্লাহ বলেন—
“হে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প হবে একটি ভয়াবহ ব্যাপার।”
(সুরা হজ, আয়াত ১–২)
সে দিনে সন্তানসম্ভবা নারীর গর্ভপাত হয়ে যাবে, স্তন্যদানকারী মা শিশুকে ভুলে যাবে এবং মানুষ হতভম্বের মতো হবে।
পাপাচার বাড়লে ভূমিকম্পও বাড়ে
রাসুল (সা.) বলেছেন—
“যখন মানুষ হারাম উপায়ে উপার্জন করবে, জাকাতকে জরিমানা ভাববে, মসজিদে শোরগোল বাড়বে, নিকৃষ্ট ব্যক্তি নেতা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন বৃদ্ধি পাবে—তখন প্রবল বাতাস ও তীব্র ভূমিকম্প দেখা দেবে।”
(তিরমিজি, হাদিস ১৪৪৭)
ভূমিকম্পের সময় করণীয়
ভূমিকম্প বা যেকোনো দুর্যোগে রাসুলুল্লাহ (সা.) যে দোয়াগুলো পড়তে বলেছেন—
“লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ–জালিমিন।”
(সুরা আম্বিয়া, ৮৭)
“বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু… ওয়া হুয়াস সামিউল আলিম।”
– আসমান–জমিনের যেকোনো দুর্যোগ থেকে সুরক্ষা পেতে এই দোয়া পড়তে বলা হয়েছে।
“আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা… ওয়া আন্তা খইরুল গাফিরিন।”
(সুরা আরাফ, ১৫৫)
ইসলামে ষাঁড়ের শিং–সংক্রান্ত বিশ্বাস ভিত্তিহীন
লোকমুখে প্রচলিত—পৃথিবী নাকি ষাঁড়ের শিংয়ে ভর করে আছে, শিং নড়লেই ভূমিকম্প হয়। ইসলামে এ ধারণার কোনো সত্যতা নেই। আল্লামা ইবনুল কাইয়েম (রহ.) ও অন্যান্য আলেম একে ভিত্তিহীন বলেছেন।
(আলমানারুল মুনিফ, পৃ. ৭৮; আল–ইসরাঈলিয়্যাত ওয়াল–মাওযুআত, পৃ. ৩০৫)
লগইন
ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের লক্ষণ?| ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!