মহান আল্লাহ পৃথিবীতে মানুষকে তাঁর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, “আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি” (সুরা: যারিয়াত, আয়াত: ৫৬)। যারা আল্লাহর আদেশ মেনে তাঁর ইবাদত করবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আর যারা আল্লাহর নাফরমানি করবে, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নামের কঠিন শাস্তি।
পবিত্র কোরআনে একাধিক স্থানে জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। এমন কিছু আয়াত তুলে ধরা হলো, যা মানুষের অন্তরে ভীতি জাগিয়ে আল্লাহর আদেশ মেনে চলার জন্য উৎসাহিত করে
১. সুরা বাকারা: আয়াত ২৪
فَاتَّقُوا النَّارَ الَّتِیۡ وَقُوۡدُهَا النَّاسُ وَ الۡحِجَارَۃُ ۚ اُعِدَّتۡ لِلۡكٰفِرِیۡنَ
অর্থ: তোমরা সেই আগুন থেকে বাঁচার ব্যবস্থা কর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
২. সুরা বাকারা: আয়াত ৩৯
وَ الَّذِیۡنَ كَفَرُوۡا وَ كَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِكَ اَصۡحٰبُ النَّارِ ۚ هُمۡ فِیۡهَا خٰلِدُوۡنَ
অর্থ: যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছে, তারাই আগুনের অধিবাসী; সেখানে তারা চিরস্থায়ী হবে।
৩. সুরা বাকারা: আয়াত ৮১
بَلٰی مَنۡ كَسَبَ سَیِّئَۃً وَّ اَحَاطَتۡ بِهٖ خَطِیۡٓــَٔتُهٗ فَاُولٰٓئِكَ اَصۡحٰبُ النَّارِ ۚ هُمۡ فِیۡهَا خٰلِدُوۡنَ
অর্থ: যে ব্যক্তি পাপ উপার্জন করেছে এবং তার পাপরাশি তাকে পরিবেষ্টন করেছে, তারাই অগ্নিবাসী; সেখানে তারা স্থায়ী হবে।
৪. সুরা বাকারা: আয়াত ১১৯
اِنَّاۤ اَرۡسَلۡنٰكَ بِالۡحَقِّ بَشِیۡرًا وَّ نَذِیۡرًا ۙ وَّ لَا تُسۡئَلُ عَنۡ اَصۡحٰبِ الۡجَحِیۡمِ
অর্থ: নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। আর জাহান্নামিদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না।
৫. সুরা বাকারা: আয়াত ২৫৭
اَللّٰهُ وَلِیُّ الَّذِیۡنَ اٰمَنُوۡا ۙ یُخۡرِجُهُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ۬ؕ وَ الَّذِیۡنَ كَفَرُوۡۤا اَوۡلِیٰٓـُٔهُمُ الطَّاغُوۡتُ ۙ یُخۡرِجُوۡنَهُمۡ مِّنَ النُّوۡرِ اِلَی الظُّلُمٰتِ ؕ اُولٰٓئِكَ اَصۡحٰبُ النَّارِ ۚ هُمۡ فِیۡهَا خٰلِدُوۡنَ
অর্থ: আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান এনেছে; তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। আর যারা কুফরি করে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান; সে তাদের আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। তারাই আগুনের অধিবাসী, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে।
মহান আল্লাহর আদেশ মেনে চলার এবং শয়তানের প্ররোচনা থেকে নিজেদের রক্ষা করার জন্য এ আয়াতগুলো আমাদেরকে সতর্ক করে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং তাঁর রহমত ও মাগফিরাত লাভের সুযোগ দিন।
মন্তব্য করার জন্য লগইন করুন!