ইমরান হক বাপ্পি।।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো আত্মনির্ভরশীল হওয়া। আমাদের জেলা সমবায় অফিসার প্রতিটি অফিসে গিয়ে খবরা-খবর নিতে হবে। আজকের এই সমবায় দিবস পালনের মূল বিষয় হলো গ্রামে গঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করা। সমবায়ীদের উদ্বুদ্ধ করে ঋণ নিতে এবং আত্মনির্ভরশীল হতে পারে। সমবায় বিভাগের ভালো পদক্ষেপ থাকলে এবং ভালো কাজ করতে পারলে আরো উন্নয়ন হতো।
শনিবার (২ নভেম্বর) “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে র্যালিও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, আপনাদের সমিতিগুলোকে আরো স্বাবলম্বী করতে হবে, আরো উদ্যোক্তা তৈরিতে কাজ করতে হবে। প্রয়োজনে উঠান বৈঠক করবেন।
চাঁদপুর জেলা সমবায় অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান খানের সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার মো. দেলোওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহদাত হোসেন শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার তপন বেপারী, বিভিন্ন সমবায় স্টাফসহ সমবায়ী কর্মীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভা সূচনার পূর্বে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র্যালি বের করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!