বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে। পুস্পস্থবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ, ক্রীড়ানুষ্ঠান সহ অর্ধদিবস ব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, মঞ্জিল মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গৌতম পান্ডে,ডা: তানভীর হোসাইন পলাশ, যুবলীগ নেতা এড:আসাদুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!