হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, নিহতদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এতে সভাপতিত্ব করেন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, হিন্দু কমিউনিটি নেতা বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জল ও সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী।
মন্তব্য করার জন্য লগইন করুন!