সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর একের পর এক হামলা হচ্ছে। এর মধ্যে সময় টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আয়ুব খান হামলার শিকার হয়েছেন। এছাড়া বাগেরহাটে দৈনিক ভোরের চেতনার নিজস্ব প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার মতো ঘটনা নিয়মিত ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সাংবাদিক নিরাপত্তায় সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বিধান মজুমদার অনি বলেন, “দুর্নীতিবাজদের অনিয়ম প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে। রাষ্ট্র সাংবাদিকদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, যা ভবিষ্যতে নতুন প্রজন্মকে এ পেশা থেকে নিরুৎসাহিত করবে।”
চ্যানেল এস প্রতিনিধি খোরশেদ আলম বাবুল বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। অনিয়ম ও দুর্নীতি প্রকাশ করা তাদের দায়িত্ব। কিন্তু এখন তথ্য সংগ্রহই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সমাজের সবার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়া।”
মন্তব্য করার জন্য লগইন করুন!