সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার দুবাইপ্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), তার শ্যালিকা সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন ও ইতির শিশু সন্তান আয়ান। এছাড়া সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন গুরুতর আহত হয়ে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কীভাবে ঘটলো দুর্ঘটনা?
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সোহেল ভূঁইয়া তার পরিবার নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে উনিশ মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি মোনায়েম মিয়া।
শোকের মাতম পরিবারের মাঝে
নিহত সোহেল ভূঁইয়ার ফুফু আসমা বেগম জানান, মাত্র তিনদিন আগে সংক্ষিপ্ত ছুটিতে দুবাই থেকে দেশে ফিরেছিলেন সোহেল। আগামী ৫ ফেব্রুয়ারি তার আবারও দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট ভ্রমণের পরিকল্পনা করেন তিনি। কিন্তু সেই আনন্দযাত্রা পরিণত হলো মৃত্যুর মিছিলে।
প্রিয়জন হারানোর খবরে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম বইছে। আত্মীয়-স্বজনের কান্নায় এলাকায় নেমে এসেছে এক শোকাবহ পরিবেশ।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু থামছেই না।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা ক্রমশ বাড়ছে। দ্রুতগতির যানবাহন, বেপরোয়া চালনা ও ট্রাফিক আইন না মানার কারণে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা। সংশ্লিষ্টদের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!