নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে আজ শনিবার কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে সেনাপ্রধান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করবেন বলে জানিয়েছে আইএসপিআর।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনে রেখে সামরিক খাতে যৌথ সহযোগিতা এবং প্রশিক্ষণ বিনিময় ইস্যুতেও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ৫ মে বাংলাদেশে ফিরবেন।
 লগইন
 লগইন 
             
  
  
  
  
  
  
  
  
  
  
                                
                                    
                                
                                                    
মন্তব্য করার জন্য লগইন করুন!