মোঃ জসিম উদ্দিনঃ
শাহরাস্তি মডেল স্কুলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ও AMI মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৬ জুলাই (শনিবার) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওঃ খলিলুর রহমানের সভাপত্বিতে, প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা বোর্ড) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের কৃতিত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন প্রজন্মের এই সাফল্য আমাদের আশাবাদী করে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) শাহরাস্তি, নিরুপম মজুমদার, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আশ্রাফ খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বক্তব্যে বলেন, আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের সাফল্যে। এই ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী বছর থেকে এ ধরনের স্বীকৃতির পরিসর আরও বিস্তৃত করা হবে, যাতে অধিক শিক্ষার্থী অনুপ্রাণিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করার জন্য লগইন করুন!