জসিম উদ্দিন।।
শাহরাস্তি প্রেসক্লাবের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৫) দুপুরে রিভার ভিউ কফি হাউজ এন্ড রেস্টুরেন্টে প্রেসক্লাবের সকল সদস্য মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের পর সভায় মিলিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় প্রেসক্লাবের সকল সদস্য তাদের মতামত তুলে ধরেন। সভায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় সংস্কার , নিজস্ব সম্পত্তিতে মাটি ভরাট ও কমপ্লেক্স ভবন নির্মাণ, সংবাদ সংগ্রহ ও বস্তুনিষ্ঠ তথ্য নিশ্চিত করণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সদস্য জসিম উদ্দিন, হাসানুজ্জামান রফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ, আহসান হাবীব, আবু মুসা আল সিহাব, রুমানা বিলকিস, জাহাঙ্গীর আলম ভূঁইয়া,মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, মাহবুব আলম, ফিরোজ ব্যাপারি, মাহমুদুল হাসান প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!