স্টাফ রিপোর্টার: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। তিনি সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ঢাকায় পৌঁছান।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা আগেই বিমানবন্দরে অবস্থান নেন।

কিভাবে ধরা পড়লেন যাত্রী?
শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তাঁর ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় ব্যাগ থেকে ফয়েল পেপারে মোড়ানো ২২টি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করা হয়। পরীক্ষায় এগুলো কোকেন বলে প্রমাণিত হয়।
এরপর কী হলো?
শুল্ক গোয়েন্দাদের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটও নমুনা পরীক্ষা করে নিশ্চিত করে যে জব্দকৃত মাদক কোকেন। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে কোকেন জব্দ করা হয়।
বর্তমানে পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মন্তব্য করার জন্য লগইন করুন!