ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত মিরাজ হোসেন ও মো. ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে শহীদ পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও উপস্থিত ছিলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে শহীদ মিরাজের বাবা তার ছেলের ৫ আগস্টের মৃত্যুর করুণ বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি উপদেষ্টার সামনে তার ছেলের রক্তমাখা শার্ট প্রদর্শন করলে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
শহীদ পরিবারের সদস্যরা মিরাজ ও রাব্বির নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উপদেষ্টার সহযোগিতা চান। জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম আশ্বস্ত করেন, সব শহীদ ও আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস স্থাপনের পর এই কাজগুলো সহজভাবে সম্পন্ন করা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!