র্যাব-৫ বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, ধর্ষন মামলার আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, জঙ্গী দমন, আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার ও যাবজ্জীবন মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের অভিযান পরিচালনা'সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
এর'ই ধারাবাহিকতায় র্যাব-৫ কতৃক অদ্য সোমবার ২৮ আগস্ট ২০২৩ ইং তারিখ ভোর পণে ৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়ীয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচক নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়েছে।
অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) হেরোইন- ১.১ কেজি, (খ) মোবাইল- ০১টি, (গ) সীমকার্ড- ০১টি উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ তহুরুল ইসলাম (২৩), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- দিয়ার মানিকচক, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচক গ্রামস্থ এলাকায় মাদকের একটি বড় চালান মাদক ব্যবসায়ী মোঃ তহুরুল ইসলাম (২৩), পিতা- মোঃ সাইদুর রহমান এর বসত বাড়ীতে রেখে অবস্থান করছে।
বিষয়টি জানার সাথে সাথেই র্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পেরিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ তহুরুল ইসলাম (২৩), পিতা- মোঃ সাইদুর রহমান এর বসত বাড়ীতে পৌঁছাইয়া বাড়ীর চতুরদিক ঘেরাও করে। ওই সময় ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে টিনের গেট খুলে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় র্যাব সদস্যেরা ০১ জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করেন।
অন্যদিকে, অপর ০১ জন ব্যক্তি কৌশলে বাড়ির পিছনের টিনের গেট ভেঙ্গে উত্তর দিকে জঙ্গলের দিকে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাবের টিম তার বসতভিটার তিন ফিট মাটির নীচে পোতানো অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ০১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার তথা ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (২৮-শে আগষ্ট, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!