বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সতর্ক থাকতে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৭ মিনিটে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন কর্মকর্তা ও কর্মকর্তাদের আত্মীয় পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টেন্ডার পাইয়ে দেওয়া, বদলির ভয় দেখানো, চাকরির প্রলোভন দেওয়া বা তদবির করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কেউ কেউ কর্মকর্তাদের নাম ব্যবহার করে কুৎসা রটনা ও মিথ্যা সংবাদ পরিবেশন করছেন, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং স্বাভাবিক কর্মপরিবেশ নষ্ট করছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার ও সাধারণ জনগণকে প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক না হলে এর দায়ভার রেল কর্তৃপক্ষ বহন করবে না বলেও জানানো হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!