দেশের সব রেলওয়ে থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা চালু হয়েছে। আজ থেকে জনগণ ঘরে বসেই এ সেবা নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে। এর ফলে থানায় না গিয়েই ঘরে বসে জিডি করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।
এর ধারাবাহিকতায় দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানায় অনলাইন জিডি সেবা শুরু হলো। জিল্লুর রহমান আরও জানান, এ সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে পুনরায় করতে হবে না। যদি রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যা হয় তবে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বরে (০১৩২০০০১৪২৮) যোগাযোগ করতে হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!